We use cookies to make your experience better.
To comply with the new e-Privacy directive, you agree to the privacy policy and our use of cookies.
BOYA MM1 Pre-Order টার্মস এবং কন্ডিশনঃ
এই অফারটি পেতে অবশ্যই https://deals.bdshop.com লিঙ্ক ভিজিট করে অর্ডার করতে হবে।
〉〉 এই অফারটি মিনিমাম ৫০ টি অর্ডার হলেই কেবল ডেলিভারি করা হবে, এর কম হলে ডিল ক্লোজের ৫ দিনের মধ্যে সবাইকে ফুল টাকা রিফান্ড করে দেয়া হবে। তাই আপনার পরিচিত কেউ ইন্টারেস্টেড থাকলে তাকে ট্যাগ বা মেনশন করুন।
১। এই ইভেন্টে BOYA MM1 এর দাম 1600 টাকা + ঢাকা এবং ঢাকার বাইরে FREE Delivery
২। অর্ডার কনফার্ম করার জন্য bKash Payment Gateway দিয়ে পেমেন্ট করতে হবে। ম্যানুয়াল পেমেন্ট বা অন্য কোন মাধ্যমে পেমেন্ট গ্রহণযোগ্য হবেনা।
৩। একজন একাধিক প্রোডাক্ট ডেলিভারি নিতে চাইলে একাধিক অর্ডার করতে হবে এবং প্রতি অর্ডার এর বিপরীতে ৮ ডিজিটের একটি অর্ডার নাম্বার স্ক্রিনে দেখাবে যা আপনি লিখে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এছাড়াও মোবাইলে SMS এর মাধ্যমে পাঠানো হবে। কোন কারণে এসএমএস না পেলে বা অর্ডার নাম্বার না জানা থাকলে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি দিয়ে গ্রুপে (https://www.facebook.com/groups/BDShopClub/) পোস্ট করে অর্ডার নাম্বার কালেক্ট করতে পারবেন।
৪। এই অর্ডারের ডেলিভারি 20/08/2020 থেকে 31/08/2020 এর মধ্যে সম্পন্ন করা হবে। COVID-19 এর কারণে আমরা একটু এক্সট্রা সময় নিয়ে রাখছি তবে আমাদের চেষ্টা থাকবে তার আগেই সকল ডেলিভারি সম্পন্ন করা।
৫। টেকনিক্যাল যেকোন সমস্যার কারণে কারো অর্ডার নাম্বার জেনারেট না হলে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে বা গ্রুপে পোস্ট করে সমাধান করে নিতে পারবেন।
ইভেন্টের পেজ deals.bdshop.com তে "I agree to all the terms of this event" বাটনটিতে টিক মার্ক দেয়া মানে আপনি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে উপরোক্ত প্রতিটি টার্মস এবং কন্ডিশনের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে এই ইভেন্টে নিজের ইচ্ছায় অংশগ্রহণ করছেন। ধন্যবাদ!
Log In