We use cookies to make your experience better.
To comply with the new e-Privacy directive, you agree to the privacy policy and our use of cookies.
Crack the Code (CTC) ইভেন্ট এর বিস্তারিতঃ
সবাইকে আমাদের এই নতুন ইভেন্টে স্বাগতম। আশা করছি এই ইভেন্টে পারটিসিপেট করে আনন্দ পাবেন সেই সাথে সাথে ডিস্কাউন্ট। এই ইভেন্টের ২ টি অংশ থাকবে। প্রথম অংশে বেশ সহজে সল্ভ করা যাবে তবে ভাউচার এর লিমিট থাকবে তাই যারা গ্রুপে একটিভ থাকবেন তারাই এই পাজেল কখন লাইভ হবে সেটি আগে জানতে পারবেন তাই তাদের জেতার চাঞ্চ অনেক বেশী থাকবে এবং যারা মেলাতে পারবেন তাদের মধ্যে থেকে প্রথম ১০ জন প্রত্যেকে সেই ভাইচার ব্যাবহার করে ১০০ টাকা করে ডিস্কাউন্ট পাবেন। দ্বিতীয় অংশের পাজেল কিছুটা কঠিন হবে যা মেলাতে একটু সময় একটু মেধা খাটাতে হবে এবং ফাইনাল্লি যে মেলাতে পারবেন সেই ২ জন ভাউভার ব্যাবহার করে পাবেন ৫০০ টাকা ডিস্কাউন্ট।সহজ পাজেলঃ
নিচের ছবির পাজেল থেকে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর আর সেই সঠিক উত্তর এই ফরম্যাটে ব্যাবহার করলেই পাবেন ডিস্কাউন্ট অর্থাৎ ভাউচার বা ডিস্কাউন্ট কোড হবে এমন BD****** (এখানে ****** এর পরিবর্তে নিচের পাজেলের রেজাল্ট বসাতে হবে। যেমন যদি পাজেলের সঠিক উত্তর হয় ১০১০১০ তাহলে এক্ষেত্রে ফাইনাল ডিস্কাউন্ট কোড হবে BD101010)

লিজেন্ড পাজেলঃ
নিচের পাজেল থেকে থেকে সঠিক উত্তর খুঁজে বের করে সেই উত্তর এই ফরম্যাটে ব্যাবহার করলেই পাবেন ডিস্কাউন্ট অর্থাৎ ভাউচার বা ডিস্কাউন্ট কোড হবে এমন BD***** (এখানে ***** এর পরিবর্তে নিচের পাজেলের রেজাল্ট বসাতে হবে। যেমন যদি পাজেলের সঠিক উত্তর হয় 405060 তাহলে এক্ষেত্রে ফাইনাল ডিস্কাউন্ট কোড হবে BD405060)

সাবধানতাঃ
পাজেল মেলাতে পারার পর সেটি অন্য কারো সাথে শেয়ার করলে বা গ্রুপে পোস্ট বা কমেন্টে কুপন বা পাজেলের রেজাল্ট শেয়ার করলে তার কুপন ব্যবহৃত অর্ডারটি বাতিল করে দেয়া হবে এবং গ্রুপে ৭ দিনের জন্য সাসপেন্ড করা হবে।
Terms and Conditions:
১। প্রতিটি ডিস্কাউন্ট কুপনের জন্য নির্দিষ্ট সংখ্যা বার ব্যাবহারের পর সেই ডিস্কাউন্ট কোড সঠিক হলেও ইনভ্যালিড দেখাবে।
২। ১০০ টাকার কুপন অন্তত ৬০০ টাকার প্রোডাক্ট বা তার চাইতে বেশী দামের প্রোডাক্টে ব্যাবহার করা যাবে।
৩। ৫০০ টাকার কুপন অন্তত ৩০০০ টাকা বা তার চাইতে বেশী দামের প্রোডাক্ট এর ক্ষেত্রে ব্যাবহার করা যাবে।
৪। যেকোনো কুপন একজন শুধুমাত্র একবারই ব্যাবহার করতে পারবেন। একই একাউন্ট থেকে একবার ব্যাবহার হওয়া কুপন দ্বিতীয়বার ব্যাবহারের সুযোগ নেই।
৫। এই ইভেন্ট এবং এর যেকোনো পরিবর্তন বা পরিবর্ধন কোন পূর্ব নোটিশ ছাড়াই বিডিশপ টিম করতে পারে।
সঠিক উত্তর গ্রুপে জানিয়ে দেয়া হবে গ্রুপ লিঙ্ক
Thank you!
Log In