Digital Free Gift- Netflix Premium Package 4K UHD

আমি এই মর্মে প্রতিজ্ঞা করিতেছি যে, আমি লগইন করার পর নেটফ্লিক্সের পাসওয়ার্ড, পিন, প্রোফাইল নেম, প্রোফাইল পিকচার পরিবর্তন করার চেষ্টা করিব না।

বিডিশপ গ্রুপ মেম্বারদের জন্য এটি ফ্রি গিফট। যারা গ্রুপে ইনভাইট বা বিভিন্ন তথ্য শেয়ার করে গ্রুপে একটিভ থাকেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এই ছোট্ট উপহার। এই অফারে নেটফ্লিক্স এর প্রিমিয়াম এক্সেস পাবেন। তবে যেহেতু এটি আরও ৫ জন ব্যাবহার করবে তাই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। 




যেভাবে এক্সেস পাবেন-

গ্রুপে সরাসরি নেটফ্লিক্স নিয়ে পোস্ট করা ফেইসবুকের পলিসির বাইরে তাই, লিঙ্ক ভিজিট করে পোস্ট থেকে বিস্তারিত জেনে নিয়ে ইমেইল এবং পাসওয়ার্ড ঠিক মত দিলেই লগইন হবে। এর পর পিন চাইবে। পিন এই পোস্টে বা বিডিশপ ক্লাব গ্রুপেই পাবেন।। এক প্রোফাইলের পিন অন্য প্রোফাইলে কাজ করবেনা তাই কোনভাবেই উল্টাপাল্টা পিন দিয়ে ট্রাই করে একাউন্ট লক হয়ে গেলে সার্ভিস সাময়িকভাবে বা পারমানেন্টলি বন্ধ করে দেয়া হবে।

  • প্রফাইল-U১ঃ 3175
  • প্রফাইল-U২ঃ 7917
  • প্রফাইল-U৩ঃ 5187
  • প্রফাইল-U৪ঃ 7182
  • প্রফাইল-U৫ঃ 2719



যা যা করা যাবেনা-
১। ইউজার নেম, পাসওয়ার্ড এবং পিন চেঞ্জ করা যাবেনা
২। প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবেনা
৩। অন্য কারো প্রবলেম হয় এমন কিছুই করা যাবে না
৪। পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করা যাবেনা। আপনি হাজার চেষ্টা করলেও এটি করতে পারবেন না তবে এর ফলে সার্ভিস ইন্টারাপ্ট হবে। তাই একাউন্ট সেকশনে টাচ করা একদম নিষেধ।
৫। কোন কারণে কেউ উপরের যেকোনো একটি চেষ্টা করলে সার্ভিস সাময়িকভাবে বা পারমানেন্টলি বন্ধ করে দেয়া হবে।

কিছু কিছু ক্ষেত্রে অনেকবার লগইন এটেম্পট এর কারণে ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক থাকলেও নেটফ্লিক্স এ লগইন হতে সমস্যা বা ইরর দেখাতে পারে। এমন ক্ষেত্রে ১০ মিনিট পর আবার ট্রাই করুন। সবাই মিলে ঝামেলা বিহিনভাবে ব্যাবহার করলে আমরা সময়ে সময়ে পাসওয়ার্ড চেঞ্জ করে হলেও এই ফ্রি সার্ভিস কন্টিনিউ করার চেষ্টা করবো তবে খুব বেশী ঝামেলা হয়ে গেলে সার্ভিস অফ করে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে!

Shall we send you an Offer Notification?

Remind me later

Thank you! Please check your email inbox to confirm.

Oops! Notifications are disabled.