We use cookies to make your experience better.
To comply with the new e-Privacy directive, you agree to the privacy policy and our use of cookies.
Live Shopping- Discount Coupon | Free Delivery
Live Shopping নিয়ে আমি গত কয়েকদিনের অভিজ্ঞতা এবং সামনে কি আসে?
আমরা BDSHOP.COM থেকে সম্প্রতি Live Shopping নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছি। এই প্রোগ্রামে অনেক অনেক ডিস্কাউন্ট কুপন এবং ছাড়ের পাশাপাশি সিলেক্টেড কিছু প্রোডাক্ট এর আনবক্সিং, প্রোডাক্ট এর সুবিধা, অসুবিধা, কিভাবে ব্যবহার করতে হয়, রিয়াল প্রোডাক্ট Hands on Experiance এবং সেই প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য যা হয়ত প্রোডাক্ট ডেসক্রিপশনে বা অন্য কোথাও তেমন পাউয়া যায়না এবং একই সাথে সেই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা হয়। এই লাইভ প্রোগ্রাম চলাকালে এক্সক্লুসিভলি ৫০০ টাকা এবং ২০০ টাকা অনেক ডিস্কাউন্ট কুপন দেয়া হয় যা লাইভ চলাকালীন সময়ই যারা লাইভ প্রোগ্রামটি দেখেন তারা ব্যবহার করার সুযোগ পান। এছাড়াও লাইভ প্রোগ্রামটি শেয়ার করে স্ক্রিনশট ইনবক্স করলেই পাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের যে কোন অর্ডারেই ফ্রি শিপিং!
এই লাইভ সেশন করতে গিয়ে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে তার মধ্যে, কোন প্রোডাক্ট নিয়ে লাইভ হবে সেটি নির্বাচন করা, সেই প্রোডাক্ট স্টুডিওতে নিয়ে আসা। সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করা। প্রতিটি সেশনের জন্য ২/৩ রকমের এবং আলাদা আলাদা এমাউন্ট এর ইউনিক কুপন তৈরি করা এবং লাইভে সেই কুপন গুলি দেয়ার আগে টেস্ট করা যাতে কোন টেকনিক্যাল প্রবলেম না হয়। এর পর ফুল সেটাপ চেক করা এবং সর্বশেষ নির্ধারিত সময়ে লাইভে আসা। সব মিলিয়ে এখানে একটি ১ ঘণ্টার লাইভ করার পিছনে প্রায় আরও ২ ঘণ্টার কাজ করতে হয়। আর যখন লাইভ প্রোগ্রাম চলে তখন এর পিছনে পুরো টিম কাজ করে অত্যন্ত আন্তরিকতার সাথে। টিম বলতে এখানে ৩ টি আলাদা আলাদা ডিপার্টমেন্ট কাজ করে- কাস্টমার কেয়ার, একাউন্টস, লজিস্টিকস। এভাবেই আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছে যায় দ্রুতটার সাথে।
লাইভ প্রোগ্রাম শুরু করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে সবচাইতে বড় যে কারণ তা হচ্ছে- কাস্টমারদের থেকে সরাসরি ফিডব্যাক নেয়া এবং আরও বেশী নিজেদের মধ্যে আন্তরিকতা তৈরি করা। যদিও প্রোগ্রামটি শুরু করার আগে অনেক দ্বিধায় ছিলাম কারণ আমরা যে ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করি এই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে কেউই রেগুলার লাইভ করে না, তাই অনেকে হাসাহাসি করতেপারে বা কে কি বলবে এটা নিয়ে একটু দ্বিধা ছিল- কিন্তু বরাবরের মতই আমি এসবের পাত্তা দেই না এবং আমার নতুন কিছু ট্রাই করতে অন্য রকমের এক ভালো লাগা কাজ করে আর তাই কে লাইভ করবে, কাকে, কিভাবে, কি দিয়ে, কখন এতো কিছু না ভেবে আমিই ক্যামেরার সামনে চলে এলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এতে আপনাদের কি কোন লাভ হচ্ছে কিনা বা প্রোডাক্টগুলি সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছেন কিনা। আশা করি কমেন্ট করে জানবেন।
আর আমরা টেস্ট টেস্ট করতে করতেই দেখবেন হয়ত এটাই ট্রেন্ড হয়ে যাবে- আরও অনেকেই শুরু করবে। এতে সবচাইতে লাভবান হবে কে জানেন? আপনারা- হ্যাঁ আপনারাই সবচাইতে বেশী লাভবান হবেন। কিভাবে আমি কিছু উদাহরণ দিচ্ছি-
১। প্রোডাক্ট সম্পর্কে অনেক তথ্য পাবেন।
২। প্রোডাক্টটি বাস্তবে দেখতে কেমন কেনার আগেই দেখতে পাবেন
৩। প্রোডাক্ট নিয়ে আপনার কোন প্রশ্ন বা কোন জিজ্ঞাসা বা কোন কনফিউশন থাকলে লাইভেই কমেন্ট করে জানাতে পারবেন
৪। স্পেশাল ডিস্কাউন্ট তো আছেই!
৫। আপনার এবং আমাদের মধ্যে এক ধরণের নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং পরবর্তীতে প্রোডাক্ট নিয়ে কোন সমস্যা হলে দ্রুত সমাধান পাবেন।
এই রকম আরও নেক কিছুই সামনে আসবে। আমরা অন্য ৫ টা কোম্পানির মত শুধু প্রোডাক্ট সেল করিনা, আমরা চেষ্টা করি এর বাইরেও প্রোডাক্ট এর সাথে কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করতে। আমাদের সাথে যুক্ত থাকুন, যাতে সামনে যেসব নতুন নতুন প্রোডাক্ট আসবে বা সার্ভিস আসবে সবার আগে জানতে আমাদের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে যোগ দিন এবং আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে আমরা আরও বেটার সার্ভিস দিতে এবং আমাদের ল্যাকিংস গুলি দ্রত সমাধান করতে পারি। আবারো ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আশা করবো সামনের লাইভ শপিং সেশনগুলি আরও বেশী এক্সাইটিং হবে এবং আপনাদের সব সময় পাশে পাবো যেমন আছে আজ।
কানে কানে আরও একটি নিউজ দেই সেটি হচ্ছে- মান্থলি একটি মেগা লাইভ শপিং থাকবে যাতে আরও বেশী ডিস্কাউন্ট এবং অফার থাকবে
Posted:
September 09, 2020
|